বাংলার সাংস্কৃতিক সামাজিক ও অর্থনৈতিক দিকসমূহ বইয়ের সাজেশন সম্পর্কে বলার আগে তোমাদেরকে জানাতে চাই, জাগোরিকে প্রকাশিত সকল বই সমূহের সাজেশনটি তোমরা ইতোমধ্যেই পেয়েছো।
আজ আমরা তোমাদের জন্য উত্তরসহ বাংলার সাংস্কৃতিক সামাজিক ও অর্থনৈতিক দিকসমূহ বইয়ের শর্ট সাজেশন প্রকাশ করবো। এ সাজেশনটি তোমাদের আসন্ন পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে তৈরি করা হয়েছে।
এ সাজেশনের প্রতিটি অধ্যায় থেকে তোমরা সর্বাধিক গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর পাবে। এ প্রশ্নগুলো আমরা বিগত বছরের পরীক্ষা এবং বিভিন্ন কলেজের নির্বাচনী (টেস্ট) পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ করে তৈরি করেছি। তাই প্রশ্নগুলো তোমাদের জন্য অবশ্যই পাঠ্য।
মাস্টার্স শেষ পর্ব
বিভাগ: ইতিহাস
বিষয়: বাংলার সাংস্কৃতিক, সামাজিক ও অর্থনৈতিক দিকসমূহ
বিষয় কোড: ৩১১৫০৭
ক-বিভাগঃ অতিসংক্ষিপ্ত প্রশ্নের উত্তর
১. সোমপুর বিহার কে প্রতিষ্ঠা করেন?
উত্তর : সোমপুর বিহার প্রতিষ্ঠা করেন- ধর্মপাল।
২. পালবংশের প্রতিষ্ঠাতা কে?
উত্তর : পালবংশের প্রতিষ্ঠাতা- গোপাল।
৩. সর্বপ্রথম ‘বঙ্গ’ নামের উল্লেখ পাওয়া যায় কোন গ্রন্থে?
উত্তর : সর্বপ্রথম ‘বঙ্গ’ নামের উল্লেখ পাওয়া যায়- ঐতরেয় আরণ্যক গ্রন্থে।
৪. চর্যাপদ কে আবিষ্কার করেন?
উত্তর : চর্যাপদ- হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কার করেন ।
৫. অতীশ দীপঙ্কর কে ছিলেন?
উত্তর : অতীশ দীপঙ্কর – বৌদ্ধ প-িত ছিলেন।
৬. কৌটিল্য কে ছিলেন?
উত্তর : কৌটিল্য- চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী ছিলেন।
৭. মহাভারত কোন ভাষায় লিখিত?
উত্তর : মহাভারত- সংস্কৃত ভাষায় রচিত।
৮. সংহিতা কি?
উত্তর : সংহিতা- হিন্দু ধর্মগ্রন্থ।
৯. সহজিয়া ধর্মের আদিকবির নাম কি?
উত্তর : সহজিয়া ধর্মের আদিকবির নাম- বড়– চ-িদাস।
১০. ভক্তিবাদ আন্দোলনের প্রবক্তা কে?
উত্তর : ভক্তিবাদ আন্দোলনের প্রবক্তা- দক্ষিণ ভারতের রামানুজ এবং বাংলায় শ্রীচৈতন্য।
- আরও পড়ুনঃ মাস্টার্স উচ্চতর সামাজিক গবেষণা ও পরিসংখ্যান প্রশ্নোত্তর
- আরও পড়ুনঃ মাস্টার্স ফাইনাল ইয়ার সামাজিক প্রশাসন সাজেশন ও বই (ফ্রি)
বাংলার সাংস্কৃতিক সামাজিক ও অর্থনৈতিক দিকসমূহ প্রশ্নোত্তর
১১. ছোট সোনা মসজিদ কোথায় অবস্থিত?
উত্তর : ছোট সোনা মসজিদ অবস্থিত- চাঁপাইনবাবগঞ্জে ।
১২. ‘জঙ্গনামা’ গ্রন্থের লিখক কে?
উত্তর : ‘জঙ্গনামা’ গ্রন্থের লিখক- দৌলত উজির বাহরাম খান, শাহ মুহাম্মদ গরীবুল্লাহ এবং মুহাম্মদ খান।
১৩. হর্যচরিত এর রচয়িতা কে?
উত্তর : হর্যচরিত এর রচয়িতা- বাণভট্ট।
১৪. শালবন বিহার কোথায় অবস্থিত?
উত্তর : শালবন বিহার অবস্থিত কুমিল্লার ময়নামতিতে।
১৫. মনসা মঙ্গল কাব্য কে রচনা করেন?
উত্তর : আদি কবি কানাহরি দত্ত। বিজয়গুপ্ত এই কাব্যের সর্বশ্রেষ্ঠ কবি।
১৬. ইউসুফ জুলেখার রচয়িতা কে?
উত্তর : ইউসুফ জুলেখার রচয়িতা- শাহ মুহাম্মদ সগীর।
১৭. ৩৬০ আউলিয়ার দেশ বলা হয় কোন অ লকে?
উত্তর : ৩৬০ আউলিয়ার দেশ বলা সিলেটকে।
১৮. রামায়ণের রচয়িতা কে?
উত্তর : রামায়ণের রচয়িতা- বাল্মিকী।
১৯. বাংলা গদ্যের প্রাথমিক নিদর্শন কোনটি?
উত্তর : বাংলা গদ্যের প্রাথমিক নিদর্শন- চিঠিপত্র লিখা, দলিল-দস্তাবেজ প্রণয়ন এবং ধর্মীয় গ্রন্থাদি রচনা।
২০. বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাট্যকার কে?
উত্তর : . বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাট্যকার- মাইকেল মধুসূদন দত্ত।
২১. লালবাগ কেল্লা পুনরায় নির্মাণ করেন কে?
উত্তর : লালবাগ কেল্লা পুনরায় নির্মাণ করেন শায়েস্তা খান।
২২. ঢাকা গেইট এর নির্মাাতা কে?
উত্তর : ঢাকা গেইট এর নির্মাাতা- মীর জুমলা।
- আরও পড়ুনঃ মাস্টার্স উচ্চতর সামাজিক গবেষণা ও পরিসংখ্যান প্রশ্নোত্তর
- আরও পড়ুনঃ মাস্টার্স ফাইনাল ইয়ার সামাজিক প্রশাসন সাজেশন ও বই (ফ্রি)
বাংলার সাংস্কৃতিক সামাজিক ও অর্থনৈতিক দিকসমূহ প্রশ্নোত্তর
২৩. ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম বাংলায় কোথায় বাণিজ্য কুঠি নিমার্ণ করে?
উত্তর : ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম বাংলায় ১৬৩৩ সালে মহানন্দী নদীর মুখে হরিহরপুরে বাণিজ্য কুঠি নিমার্ণ করে।
২৪. শিল্পকলার ক্ষেত্রে কোন যুগকে স্বর্ণযুগ বলা হয়?
উত্তর : শিল্পকলার ক্ষেত্রে গুপ্তযুগকে স্বর্ণযুগ বলা হয় ।
২৫. টেরাকোটা অর্থ কি?
উত্তর : টেরাকোটা অর্থ- পোড়ামাটির ফলক।
২৬. শীলভদ্র কে ছিলেন?
উত্তর : শীলভদ্র- নালন্দা বিশ^বিদ্যালয়ের অধ্যক্ষ ছিলেন।
২৭. সর্বপ্রথম পুন্ড্র জনপদের উল্লেখ পাওয়া যায় কোন গ্রন্থে?
উত্তর : সর্বপ্রথম পুন্ড্র জনপদের উল্লেখ পাওয়া যায়- ঐতরেয় ব্রাহ্মণ গ্রন্থে।
২৮. শাহ সুলতান মাহীসওয়ার এর সমাধি কোথায় অবস্থিত ?
উত্তর : শাহ সুলতান মাহীসওয়ার এর সমাধি বগুড়ায় অবস্থিত।
২৯. পরিবিবির সমাধি কোথায় অবস্থিত?
উত্তর : পরিবিবির সমাধি ঢাকায় লালবাগ কেল্লার অভ্যন্তরে অবস্থিত।
৩০. পা-ুয়ার আদিনা মসজিদ নামক স্থাপত্য নিদর্শনটি কোন যুগের?
উত্তর : পা-ুয়ার আদিনা মসজিদ নামক স্থাপত্য নিদর্শনটি- মধ্যযুগের।
খ-বিভাগঃ সংক্ষিপ্ত প্রশ্ন
১. বাংলার অর্থনীতিতে নদনদীর প্রভাব বর্ণনা কর।
২. মহাস্থানগড়ের পরিচয় দাও।
৩. প্রাচীন বাংলার নগরজীবন সম্পর্কে সংক্ষেপে লিখ।
৪. টেরাকোটা কী?
৫. তা¤্রলিপ্তি বন্দরের পরিচয় দাও।
৬. সতীদাহ প্রথা সম্পর্কে লিখ।
৭. নবান্ন উৎসব বলতে কি বুঝ?
৮. “ষাট গম্বুজ মসজিদ” সম্পর্কে লিখ।
৯. প্রাচীন বাংলার ইতিহাস রচনায় সাহিত্যিক উপাদানের গুরুত্ব মূল্যায়ন কর।
১০. প্রাচীন বাংলার শিক্ষাব্যবস্থার বর্ণনা দাও।
১১. পাহাড়পুরের বিবরণ দাও।
১২. পাল সা¤্রাজের গৌরবসমূহ আলোচনা কর।
১৩. শ্রী চৈতন্য কে ছিলেন?
১৪. প্রাচীন বাংলার নগরায়ণ সম্পর্কে টীকা লিখ।
১৫. পুন্ড্র নগরের ঐতিহাসিক গুরুত্ব লিখ।
১৬. চৈতন্যদেব কে ছিলেন?
১৭. মধ্যযুগের বাংলার নারী শিক্ষার উপর সংক্ষিপ্ত আলোচনা কর।
১৮. পলাশী সংকট সৃষ্টিতে তৎকালীন অভিজাতদের ভূমিকা নিরূপণ কর।
গ-বিভাগঃ রচনামূলক প্রশ্ন
১. প্রাচীন বাংলার ভৌগোলিক বৈশিষ্ট্যর আলোচনা কর।
২. প্রাচীন বাংলার শিক্ষাব্যবস্থা সম্পর্কে আলোচনা কর।
৩. প্রাচীন বাংলার নগরায়ণের ক্ষেত্রে চন্দকেতুগড় ও বানগড়ের গুরুত্ব মূল্যায়ন কর।
৪. দেবপর্বত কোথায় অবস্থিত? দেবপর্বত সম্পর্কে বিস্তারিত আলোচনা কর।
৫. মধ্যযুগে বাংলা সাহিত্যের বিকাশ আলোচনা কর।
৬. সুলতানি আমলে বাংলায় হিন্দু-মুসলিম সম্পর্ক আলোচনা কর।
৭. সুফিবাদ কী? বাংলায় ইসলাম প্রচারে সুফিবাদের অবদান মূল্যায়ন কর।
৮. মুর্শিদকুলী খানের রাজস্ব ব্যবস্থার বর্ণনা দাও।
৯. বাংলায় মুসলিম সমাজ প্রতিষ্ঠায় সুলতান ও সুফিদের ভূমিকা আলোচনা কর।
১০. আলাউদ্দিন হোসেন শাহের শাসনকালকে স্বর্ণযুগ বলা হয় কেন?
১১. মুর্শিদ কুলি খানের রাজস্ব ব্যবস্থার বর্ণনা দাও।
- আরও পড়ুনঃ মাস্টার্স উচ্চতর সামাজিক গবেষণা ও পরিসংখ্যান প্রশ্নোত্তর
- আরও পড়ুনঃ মাস্টার্স ফাইনাল ইয়ার সামাজিক প্রশাসন সাজেশন ও বই (ফ্রি)
১২. মুঘল আমলে বাংলার স্থাপত্য শিল্পের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
১৩. পলাশী যুদ্ধের পিছনে অভিজাতদের ভূমিকা আলোচনা কর।
১৪. বাংলার ভৌগলিক বৈশিষ্ট্যের বর্ণনা দাও।
১৫. পালযুগের দৈনন্দিন জীবন ব্যবস্থার উপর একটি প্রবন্ধ লিখ।
১৬. প্রাচীন বাংলার নারী সমাজের অবস্থা বর্ণনা দাও।
১৭.বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক কর্মকা- আলোচনা কর।
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন।
গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।